Home / অনলাইন ইনকাম / ইউটিউব এর জনপিয় কীবোর্ড শর্টকাট
youtube

ইউটিউব এর জনপিয় কীবোর্ড শর্টকাট

ইউটিউব সাইটি নাম সোনেনি এমন মানুষ পাওয়া দায়।সবাই কিছুনা কিছু দেখার জন্য ইউটিউব ডোকেন কেউ মুভি দেখে, কেউ গান শোনে আবার অনেকেই আছে যারা কিছু শিখতে ইউটিউব ভিজিট করে থাকে।  ইউটিউব ব্যাবহারের অভিজ্ঞতাকে বাড়িয়ে দেয়। এসব কীবোর্ড শর্টকাট নিয়ে আজকের এই পোস্ট।

ইউটিউব  শর্টকাট সমুহঃ

কীবোর্ড শর্টকাট ফাংশন
Spacebar ভিডিও Play/Pause করা যায়। অনেক সময় Spacebar চাপলে ভিডিও Play/Pause হওয়া বাদ দিয়ে পেজ স্ক্রল করে নিচের দিকে চলে যায়।
Play/Pause ভিডিও Play/Pause করা যায়।
k ভিডিও Play/Pause করা যায়। আমি সব সময় এটি ব্যাবহার করি।
Stop ভিডিও বন্ধ করা যায়।
Left/Right তীর চিহ্ন ভিডিওর ৫ সেকেন্ড পূর্বে এবং পরে যাওয়া যায়।
j ভিডিওর ১০ সেকেন্ড পূর্বে যাওয়া যায়।
l ভিডিওর ১০ সেকেন্ড পরে যাওয়া যায়।
Home/End ভিডিওর প্রথম এবং শেষ সেকেন্ডে যাওয়া যায়।
1-9 ভিডিওর ১০% থেকে ৯০%-এ সরাসরি যাওয়া যায়।
0 ভিডিওর প্রথমে যাওয়া যায়।
Up/Down তীর চিহ্ন ভিডিওর ভলিউম ৫% বাড়ানো অথবা কমানো যায়।
m ভিডিওর ভলিউম বন্ধ করা যায়।
/ সার্চ বক্সে যাওয়া যায়।
f ফুল স্ক্রীন মোডে যাওয়া যায়। আবার একই বাটন চেপে ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়। Esc বাটন চেপেও ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়।
t থিয়েটার মোডে যাওয়া যায়।
i মিনিপ্লেয়ার চালু করা যায়।
c ভিডিওর ক্যাপশন এবং সাবটাইটেল চালু অথবা বন্ধ করা যায়।
Shift+N এর মাধ্যমে পরবর্তী ভিডিওতে যাওয়া যায়। (যদি একটি প্লেলিস্ট থেকে ভিডিও প্লে করা হয় তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিও প্লে হবে নয়তো ইউটিউব এর সাজেসটেড ভিডিও প্লে হবে)
Shift+P পূর্ববর্তী ভিডিওতে যাওয়া যায়। এই শর্টকাটটি কেবলমাত্র প্লেলিস্ট এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

এছাড়াও Shift+? বাটন চাপলে ইউটিউব এর কীবোর্ড শর্টকাট সমূহ দেখাবে

Check Also

নিজেকে সতেজ রাখতে ২০ টি খাবার নিয়মিত খান

নিজেকে সতেজ রাখতে ২০ টি খাবার নিয়মিত খান

নিত্যদিনের খাদ্যতালিকায় কিছু স্বাস্থ্যকর খাবার রাখা খুবই জরুরি। কিছু খাবার আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে, আবার কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons
Skip to toolbar